শিক্ষা মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর আওতায় প্রতিষ্ঠিত ইউআইটিআরসিই, পত্নীতলা ২০১৫-১৬ অর্থ বছর থেকে পত্নীতলা উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে এবং আধুনিক পদ্ধতিতে পাঠদান নিশ্চিত করতে পর্যায়ক্রমে সকল শিক্ষক-শিক্ষিকাদের ১৫ (পনেরো) দিনের বেসিক আইসিটি, ১৫ দিনব্যাপি কম্পিউটার হার্ডওয়্যার মেইন্টেনেন্স, ট্রাবলশুটিং ও নেটওয়ার্কিং ও ৬ দিনব্যাপি ইন্টারেক্টিভ টিচিং এন্ড লাইভ ক্লাস ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ দিয়ে আসছে। উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বাছাইকৃত মোট ০৮ (আট) জন প্রশিক্ষক বিভিন্ন মডিউলে এই প্রশিক্ষণসমূহ পরিচালনা করেন।
সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ :
“সমন্বিত শিক্ষাতথ্য বিনির্মাণ এবং মানসম্মত আইসিটি প্রশিক্ষণ প্রদান” এ ভিশন নিয়ে উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE) কাজ করে যাচ্ছে।
পরিসংখ্যান ডাটা সংগ্রহ : UITRCE, পত্নীতলা নওগাঁ গত ২০২১, ২০২২ এবং ২০২৩ সনে ব্যানবেইস কর্তৃক পরিচালিত অনলাইন জরিপের মাধ্যমে প্রতিবছর পত্নীতলা উপজেলার প্রায় ৯২ টি পোস্ট প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপের প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ যথাসময়ে সম্পন্ন করে। এছাড়া এই ৯২ টি পোস্ট প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানের GIS এর ডাটা হালনাগাদকরণ সম্পন্ন করেছে। মাধ্যমিক পর্যায়ের (৬ষ্ঠ-১০ম) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের তথ্য যথাসময়ে হালনাগাদের কাজও প্রতিবছর করে থাকে ।
আইসিটি বিষয়ক প্রশিক্ষণ : গত তিন বছরে UITRCE, পত্নীতলা নওগাঁ এ প্রাথমিকোত্তর স্তরের ১৪৪ জন শিক্ষককে ১৫ দিনব্যাপী বেসিক আইসিটি, ২৪ জন শিক্ষক কে কম্পিউটার হার্ডওয়্যার মেইন্টেনেন্স, ট্রাবলশুটিং ও নেটওয়ার্কিং ও ৩৬০ জন শিক্ষক কে ইন্টারেক্টিভ টিচিং এন্ড লাইভ ক্লাস ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
ই-সেবা : UITRCE, পত্নীতলা নওগাঁ গত ২০২১, ২০২২, ২০২৩ সনে ৩২০ জন শিক্ষক ও শিক্ষার্থীকে লোকাল সাইবার সেন্টারের মাধ্যমে বিনামূল্যে বিভিন্ন ধরণের ই-সেবা প্রদান করেছে।
সর্বোপরি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)-য় উল্লেখিত Goal-4: Quality Education অর্জনে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সত্তা হিসেবে ইউআইটিআরসিই, ব্যানবেইস, পত্নীতলা কাজ করে যাচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস